23 September 2024 , 8:04:16 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: র্যাবের অভিযানে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেড এম সম্রাটকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ । র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প এর যৌথ আভিযানিক দল।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
আসামি জেড এম সম্রাটের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, এবং চাঁদাবাজির মামলাসহ সর্বমোট বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানাই র্যাব । পরে কুষ্টিয়ার সদর থানায় তাকে হস্তান্তর করে র্যাব-১২, সিপিসি-১ ।