সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারী কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী কৃষকদলের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইবাদত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেকারম হোসেন মোকার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপু, খন্দকার শামসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল করিম ফরহাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান হিরাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ১৫ই জানুয়ারী বিএনপির সমাবেশ সফল করার জন্য যারযার অবস্থান থেকে কাজ করতে হবে এবং সমাবেশকে জন সমূদ্রে পরিনত করতে হবে।