কুষ্টিয়ার মিরপুরে আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সদস্য পদের মনোনয়ন ফরমের মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা এবং ব্যাপক অনিয়মের কারণে অধিকাংশ অভিভাবক সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। এব্যাপারে অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জহুরুল ইসলাম তিতু এবং শতাধিক গণ-স্বাক্ষরকারী অভিভাবক সদস্যরা যশোর বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জহুরুল ইসলাম তিতু জানান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য মনোনয়ন ফরম ক্রয়ের তারিখ নির্ধারন করা হয় ০১/০১/২০২২ইং এবং দাখিলের শেষ তারিখ নির্ধারন করা হয় ০৩/০১/২০২২ইং। উল্লেখিত তারিখের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় করতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত হোসেন জানান, মনোনয়ন ফরম এর মূল্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত মূল্য’র কারণে তিনি মনোনয়ন ফরম কিনতে ব্যার্থ হন। এছাড়াও মনোনয়ন ফরমের অতিরিক্ত মূল্য হওয়ায় অধিকাংশ অভিভাবক সদস্য মনোনয়ন ফরম ক্রয় করতে গিয়ে ফিরে আসেন। পরবর্তীতে এসকল অভিভাবক সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। লিখিত অভিযোগকারী জহুরুল ইসলাম তিতু এবং শতাধিক গণ-স্বাক্ষরকারী অভিভাবক সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক বর্তমান তফশিল স্থগিত রেখে মনোনয়ন ফরমের নি¤œ মূল্য নির্ধারন করে পুনরায় আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচনী তফশিল ঘোষনা করার জোর দাবী জানান।