চট্টগ্রামে ২১ কিলোমিটার ম্যারাথন দৌঁড়ে অংশ নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেই মাটিতে লুটিয়ে পড়েন গওহর জামিল হোসেন ওরফে জামিল টুকু নামে এক প্রতিযোগী। আহত জামিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১ টার পর তাকে মৃত ঘোষণা করেন।-বার্তা২৪ গত শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে ভোর ৬ টায় এ প্রতিযোগীতা শুরু হয় সৈকত এলাকায়। পতেঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, সাড়ে ৯ টার দিকে ম্যারাথন দৌঁড়ে অংশগ্রহণ শেষে অসুস্থ হয়ে পড়েন জামিল টুকু নামে এক প্রতিযোগী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।