কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতি নির্বাচন- ২০২২ ইং ৬ নং (কুমারখালী উপজেলা)’র এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবছর কুমারখালী উপজেলায় মোট মিটার নামধারী গ্রাহক (ভোটার) ৭০৭৩৮ জন। গতকাল সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ১০টি বুথ স্থাপন করে ভোট গ্রহণ চলে। নির্বাচন কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেল মোঃ আক্তারুজ্জামান পরিচালক পদে ছাতা মার্কা এবং চেয়ার মার্কা প্রতীকে মোঃ রেজওয়ান আলী খান প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও ছাতা মার্কার কোন পোলিং এজেন্ট দেখা যায়নি। মোট ৬৬১ জন ভোট প্রদান করেন, চেয়ার মার্কা প্রতীকে মোঃ রেজওয়ান আলী খান ৬৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। ছাতা মার্কা প্রতীকে ২টি এবং ১টি ভোট অবৈধ বলে গণ্য করেন নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ। পল্লীবিদ্যুতায়ন বোর্ড ঢাকা, উপ-পরিচালক (সিসিএ) আনিসুর রহমান প্রধান কমিশন, এজিএম সদস্য (সেবা) জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম জিহাদ ও সহকারী পরিচালক মোঃ হোসেন, কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতি নির্বাচন-২০২২ এর দায়িত্ব পালন করেন ছাড়াও কুষ্টিয়া জেলা পল্লীবিদ্যুৎ অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন।