পরকীয়ার জেরে কুষ্টিয়ায় সবুজ হত্যা মামলার প্রধান আসামি নুর ইসলাম (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরতলীর পূর্ব মিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম ওই এলাকার বিশু সেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে শনিবার কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকারের নেতৃত্বে মিলপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই খালিদূর আশিক ও টু-আইসি এএসআই শাহীনসহ সঙ্গীয় ফোর্স পূর্ব মিলপাড়া চড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম অধিকারকে জানান, হত্যা মামলার প্রধান আসামি নুর ইসলাম পলাতক ছিলেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সবুজকে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর পরকীয়া প্রেমের জের ধরে কুষ্টিয়া শহরের মিলপাড়া গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকোপার্কের মাঝে মিলপাড়া এলাকার হায়দার মিস্ত্রির ছেলে সবুজ মন্ডলকে (১৯) নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর নিহতের বাবা হায়দার আলী নুর ইসলামকে প্রধান আসামি করে ৬ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।