কুষ্টিয়ার ভেড়ামারায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হাফিজুর রহমান (২০ )নামক সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন আহত- ১ এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ৯ টার সময় ভেড়ামারা উপজেলা মোকারিমপুর গ্রামের হাসান বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান পাকশী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী বালিবোঝাই ড্রাম ট্রাক মটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলে আরোহী দুই জনই ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান( ২০) কে মৃত বলে ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মজিবুর রহমান বলেন, সে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। কোন অভিযোগ না থাকায় আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।