ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সাক্ষাৎকার শেষে শিক্ষার্থীরা নির্ধারিত বিভাগগুলোতে ভর্তি হওয়া শুরু করেছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে (এ বি সি) ইউনিটের সাক্ষাৎকার শুরু হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ ইউনিট, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বি ইউনিট এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সি ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। এ সাক্ষাৎকার চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। একইসঙ্গে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া। সাক্ষাৎকারকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান সংশ্লিষ্ট অনুষদগুলো পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। এছড়া গুচ্ছভুক্ত বিশ্বদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। তবে আবেদন করতে কোনো ফি দিতে হবে না।