কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন কর্তৃক ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২১ আয়োজন করা হয়েছে। এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রতিপাদ্য বিষয় “খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার”। মঙ্গলবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও আরিফুল ইসলাম তসর এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাম্মি আকতার জুথী, খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষক-শিক্ষকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৪টি স্টল প্রদর্শন করেন। এসব স্টলে শিক্ষার্থীদের আবিস্কৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পায়। বিকেলে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হয়। মেলায় আগত শিক্ষার্থীরা বলেন, বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা বিভিন্ন প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এখানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্যদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। মেলায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্র বা প্রযুক্তির উপর দর্শনার্থীদের কর্ম পদ্ধতি সর্ম্পকে ধারনা দেন। বক্তারা বলেন, বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে। বিজ্ঞানের তত্ত্ব এবং তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়ের স্পষ্ট ধারণা অর্জন করা। বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করা এবং বিজ্ঞানের সাথে জনসাধারণের পরিচিত করায় এই মেলার উদ্দেশ্য।