জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় শিশু আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের ছবি আকা, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘নারী বাতায়ন’ একটি মৌবন উদ্যোগের সহযোগিতায় মঙ্গলালোকের শিশুদের নিয়ে দিনভর চলে এ অনুষ্ঠান। এতে দেড় শতাধিক শিশুরা অংশগ্রহণ করে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাউজিং এলাকায় নারী বাতায়ন চত্বরে শিশুদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মৌবনের সিইও হাবিবুল আলম। এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি মানুষের মনের চিত্তবিনোদনের জায়গাটাও খোলা রাখতে হবে। তিনি বলেন, আমাদের ভাষা, আমাদের গান, চিত্রকলাসহ সংস্কৃতি এগিয়ে নিতে হবে। এজন্য এমন প্রতিযোগিতার আয়োজন বেশি বেশি করে করা দরকার। মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশা সংস্থার সহকারী পরিচালক বিজ্ঞান মনস্ক লেখক এনামুল হক সালাম, মৌবনের ম্যানেজার আশিকুজ্জামান রনি, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, অনিক মাহমুদ, আল্লামা তানভীর শিশির প্রমুখ। বিকেলে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতায় প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।