বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)এর ২০২১-২২ অর্থবছরের ৬ষ্ঠ ব্যাচ এর ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়। বিসিকের ডি,জি,এম প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বিসিকের অর্জুন কুমার বিশ্বাস, প্রমোশন কর্মকর্তা কো-অর্ডিনেটর মুস্তাকিম রায়হান, সম্প্রসারন কর্মকর্তা মুজাহিদ মোহাম্মদ জাহিদ এবং শাপলা খান। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন হস্তশিল্প, ওয়েব পেজ, উদ্যোক্তাদের বিনামূল্যে সরকারি প্রণোদনায় সুযোগ-সুবিধা ও ব্যবসা সম্বন্ধে আলোচনা করা হয়।