কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব সহ নেতৃবৃন্দের পাটিকাবাড়ী বাজারে দলকে গতিশীল করতে মতবিনিময় করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে চলমান আন্দোলন সফল করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এসময় উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদ মন্ডল, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছয়ফল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মেম্বার, সাধারণ সম্পাদক দাউদ মন্ডল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।