কুষ্টিয়া জেলার যক্ষা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে জেলাতে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া চিলিস ফুড পার্ক মিলনায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় নাটাবের সভাপতি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম। বিশেজ্ঞ আলোচনায় কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ রাকিবুল হাসান। সার্ভিক তত্বাবধানে ছিলেন, ঢাকা নাটাব প্রজেক্ট অফিসের এফএলএস তরুন কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, প্রাণঘাতি করোনার চেয়েও যক্ষা মারাতœক। করোনারমত যক্ষাও হাচি কাশির মাধ্যমে ছড়ায়। তিনি যক্ষাসহ বিভিন্ন মরণ ব্যাধি ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ঈমাদের প্রতি আহবান জানান। সভার যক্ষা রোগী সনাক্ত করতে ঈমাদের সহায়তা কামনা করা হয়। এসময় মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের ৩০জন ঈমাম অংশগ্রহন করেন।