আফগানিস্তানকে স্বীকৃতি দিয়ে রাজধানী কাবুলে দূতাবাসগুলো আবার চালু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবানরা। সোমবার মুখপাত্র জাবিহউলাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। আফগানিস্তান সঙ্কট থেকে বেরিয়ে এসেছে। এখনই সময় শান্তি ও দেশ পুনর্গঠনের। বিগত সরকারগুলোর অধীনে যেসব সেনা কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন, তাদেরকে তিনি নতুন করে বাহিনীতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। মুজাহিদ বলেন, তালেবান সদস্যদের সঙ্গে নিরাপত্তা রক্ষাকারী বিভাগে গত ২০ বছরের প্রশিক্ষিত ব্যক্তিদের যোগ দিতে বলা হবে। তবে তালেবানদের বিরোধিতাকারী যেকোনো বিদ্রোহের কঠোর জবাব দেয়া হবে। তিনি বলেছেন, যেকেউ যদি অস্ত্র হাতে তুলে নেন এবং বিদ্রোহ শুরু করেন, তাহলে নিঃসন্দেহে তিনি বা তারা আমাদের শত্রুতে পরিণত হবেন।