কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া নিবাসী নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা নিহাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার রাত ১১টা ৩০মিনিটে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। নেতৃদ্বয় শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।