আন্দ্রেস ইনিয়েস্তার পর বার্সার অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছিল মেসি বাহুতে। ২০১৮-১৯ মৌসুম থেকে অধিনায়ক হিসেবে বার্সাকে একটি লা লিগা ও একটি কোপা দেলরের শিরোপা জেতানো মেসি এখন দূর আকাশের তারা। ন্যু ক্যাম্প ছেড়ে চলে গেছেন প্যারিসে। নিয়মিত অধিনায়ক নেই। বার্সা তাই আসন্ন মৌসুমের জন্য চার অধিনায়কের নাম ঘোষণা করেছে। তারা হলেন সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, জর্ডি অ্যালবা ও সার্জিও রবার্তো। ক্যাপ্টেন লিস্টে রবার্তো নতুন। বাকি তিন জন গত মৌসুমে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন সার্জিও বুসকেটস। গত রোববার জোয়ান গাম্পার ট্রফিতে জুভেন্টাসের বিরুদ্ধে অধিনায়কের ব্যান্ড ছিল তার হাতে। বর্তমানে যে চারজন ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে বার্সা, তারা সবাই এসেছে বার্সার খামারবাড়ী খ্যাত লা মাসিয়া থেকে।