বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতের স্ত্রী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহিদা আখতার মৃত্যুবরণ করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) গতকাল (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ডাঃ শাহিদা আখতার ঢাকার বারডেমে কর্মরত ছিলেন। তিনি বার্ধক্যজনিত কয়েকটি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান রেখে গেছেন। ডাঃ শাহিদা আখতারের পিতার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারীতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।