রাজবাড়ীর পাংশা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার বিকালে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে অনলাইন ভিত্তিক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য বাবু উত্তম কুমার কুন্ডু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, শিল্পকলা একাডেমির শিক্ষা বৃন্দ বক্তব্য প্রদান করেন।
মহান বিজয় দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে করোনা ভাইরাসের জন অনলাইন ভিত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ গান,নৃত্য,কাবৃতি পরিবেশন করেন।