করোনা ভাইরাস জয় করে গানে ফিরলেন এস আই টুটুল। দি অ্যাডভাইজার সিনেমার ‘তুমি আলতো প্রেমে দু হাত বাড়ালে’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। সুদীপ কুমার দীপের কথায় এর সুর-সংগীত করেছেন শামীম মাহমুদ। এতে এস আই টুটুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আনিকা। গান প্রসঙ্গে এস আই টুটুল বলেন,‘নিয়মিত প্লেব্যাক করে আসছি। কিন্তু মাঝে দেড় বছর যুক্তরাষ্ট্রে থাকার কারণে প্লেব্যাক করেত পারিনি। দেশে এসে আবার নিয়মিত হয়েছি। কিন্তু মাঝে করোনায় আক্রান্ত হওয়ায় গান করতে পারিনি। সুস্থ হয়ে আবার গান শুরু করেছি। সামনে আরো কয়েকটি সিনেমাতে গান করার শিডিউল দেওয়া আছে। দ্য অ্যাডভাইজার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমনি। এছাড়া খুব শিগগির অন্য অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলে জানান সিনেমার পরিচালক শফিক হাসান।
জি/হিমেল