এক মাস নিখোঁজ বাকীবিল্লাহ’র সন্ধানের দাবীতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত পাঠ করেন তার স্ত্রী কুলসুম আক্তার। এসময় তিনি বলেন তিন ছেলে ও স্বামীকে নিয়ে ঢাকার তুরাগ থানাধীন নিশাত নগরে বাস করতাম। গত মাসের ১২ তারিখে আট বছরের ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন বাকীবিল্লাহ। ভবনের ফটকের সামনে থেকে অপরিচিত দুজনকে দেখে ছেলেকে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন বাকীবিল্লাহ। এক মাস অতিবাহিত হলেও বাকীবিল্লাহ আজও ফেরেনি। প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুরেও তার কোন সন্ধান মেলেনি। বাকীবিল্লাহ তিন সন্তানের জনক। সংবাদ সম্মেলনে তার স্বামীকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্য। নিখোজঁ বাকীবিল্লার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা থানাধীন ষোলদাগ গ্রামে।