জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে ৩০টি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছে তার। এরই মধ্যে নায়িকা হিসেবে শেষ করেছেন দুটি সিনেমা। সিনেমার পাশাপাশি যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী। টিকটক ভিডিও করে নেটিজেনদের হৃদয়ে যেমন জায়গা পেয়েছেন তেমনি খ্যাতিও পেয়েছেন তিনি।
এবার সেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে দীঘিকে। ফেসবুকে তার নামে একাধিক পেজ দেখা যাচ্ছে। যার মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ২৭ লাখেরও বেশি। আর আরেকটিতে ১ লাখ ৭৬ হাজারের বেশি। এসব পেজ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিকর পোস্ট করা হয়। যাতে বেশ বিরক্ত দীঘি।
এসব পেজ বন্ধে শিগগির উদ্যোগ নেবেন এ অভিনেত্রী। আলাপকালে সময় নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। দীঘি বলেন, ‘আমার নামে অনেক ভুয়া ফেসবুক পেজ রয়েছে। সেগুলোর কর্মকাণ্ডে আমি বেশ বিরক্ত এবং বিব্রত। এতে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে আমি পেজগুলো বন্ধের উদ্যোগ নেব। প্রয়োজনে আইনের সাহায্যও নেব।
জি/হিমেল