টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১২ কিশোরকে পুরস্কৃত করেছে কুষ্টিয়া জেলার পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের পূর্ব পাড়া জামে মসজিদ কমিটি। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এমন অভিনব কর্মসূচি পালন করেছে পান্টি ইউনিয়নের ওয়াশী পূর্ব পাড়া জামে মসজিদ কমিটি। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (৪ ডিসেম্বর) ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়। ওয়াশী পূর্ব পাড়া জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ৪০ দিন আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১২ কিশোর। সেই ১২ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় ওয়াসী গ্রামের পূর্ব জামে মসজিদ কমিটির। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।
জি/হিমেল