কবি মোঃ অভিজাল আলী
শেষ বেলার পথিক আমি
চেয়ে আছি পশ্চিম আকাশে
সাদা মেঘের দূরত্বে অবস্হান
শুষ্কতার আবাস
হতাশ করেছে মোরে
সে দেখতে পায় না মনে ।
যেথায় প্রত্যাশার কোঠা শুন্য
তবুও ,মিল বন্ধনের খোজে
হেঁটেছি কয়েকশ ক্রোশ
আপন মনে তৃষ্ণা নিয়ে বুকে
প্রেমিকা চোখে আমায় দেখতে
পায়
দেখিতে পায় না শুধু মনে।
চোখে সে দেখিতে পায় স্পষ্ট
হেটেছি সম্মুখ দিয়ে
শরীরে শরীরে ছোয়া লাগে
চশমা না ? পড়েছে হৃদয়ে
সে দেখিতে পায়না শুধু মনে।
সময়কাল ১৯.১০.২০
জি/হিমেল