চিনিকল বন্ধের প্রতিবাদে ৫ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষীদেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চিনিকলের পাশে বাইপাস সড়কে চিনিকল শ্রমিক-কর্মচারি ইউনিয়ন, আখ চাষী কল্যান সমিতি ও রেনউইক যজ্ঞেশ^র শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে, শ্রমিক কর্মচারিদের ৭ মাসের বেতন পরিশোধ করতে হবে, শ্রমিকদের গ্রাইচুটি পরিষোধ করতে হবে এবং আখচাষীদের বকেয়া পাওনা পরিষোধের দাবী জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আখচাষী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন , সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও রেনউইক যজ্ঞেশ^র শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন হোসেন ও সাধারন সম্পাদক জাফর ইকবাল।