ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ছবি ‘বাহুবলী’তে অভিনয় করেছেন প্রভাস। ওই ছবির নির্মাণ শৈলী আর চরিত্রের সাথে প্রবাসের মিশে যাওয়ার যোগফল প্রত্যার চেয়েও বেশি ব্যাবসায়ীক সাফল্য এনে দিয়ে ছিল। সেই থেকে ভারতের তামিল ছবির এই সুপারস্টার আলাদা নজরে থাকেন সিনেমা প্রেমিদের। এবার বোধয় সেই নজর আরেকটু বেড়ে যাবে। কারণ তার নতুন ছবির বাজেট ৪০০ কোটি রুপি। নাম আদি পুরুষ। পরিচালনা করবেন ওম রাউতে। এখনো শুটিং শুরু হয়নি তবে জানিয়ে দেয়া হয়েছে মুক্তির তারিখ। ২০২২ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবির লোগো শেয়ার করে প্রভাস লেখেন, ২০২২ সালে মুক্তি পাবে ‘আদিপুরুষ’। জানুয়ারিতে শুরু হবে শুটিং। জানা গেছে, ‘আদিপুরুষ’ ছবির বাজেট প্রাথমিকভাবে রাখা হয়েছে ৪০০ কোটি। প্রয়োজনে নির্মাতারা আরও অর্থ ঢালতে প্রস্তুত। ‘আদিপুরুষ’ কে ঘিরে কোনো কার্পণ্য করতে চান না তাঁরা। প্রভাসও ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন, ‘সাইফ ‘তানাজি’ ছবিতে ‘উদয়ভান’-এর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আমাদের সবার মনে গভীর প্রভাব ফেলেছিলেন। ওনার মতো অভিনেতা আর ওমের মতো পরিচালকের সাথে কাজ করব ভেবে আমারো খুব ভালো লাগছে। আদিপুরুষ’ ছবিটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা। ছবিটি আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে। তাই ইংরাজি ছাড়া অন্যান্য ভাষাতেও ‘ডাব’ করে ছবিটি মুক্তি পাবে। ওম রাউত পরিচালিত এই থ্রিডি ছবিটি এখন পর্যন্ত বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে।
জি/হিমেল