রাজধানীর কমলাপুর স্টেশনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে রেল দিবস পালন করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান কমলাপুর স্টেশনে রেল দিবস পালন কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রেলওয়ের মহাপরিচালক বলেন, যাত্রীদের যে সেবা পাওয়ার প্রত্যাশা, তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়েতে অনেক ধরনের সেবা চালু করা হবে। রেলের বহরে লাগেজ ভ্যান, লাগেজ পার্সেল ভ্যান যুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ঢাকা (ডিআরএম) সাদেকুর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী, কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ.মাসুদ সারোয়ার প্রমুখ।
জি/হিমেল