যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যাচ্ছে শনিবার (১৪ নভেম্বর)। একইসঙ্গে আগামী সপ্তাহে আওয়ামী লীগের উপকমিটিগুলোও ঘোষণা করা হবে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু বাকি ছিল যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো। আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল। চার জন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।
জি/হিমেল