করোনায় আক্রান্ত হয়েছেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করছেন। খেলোয়াড়দের পরখ করতে নিয়মিত মাঠে যাচ্ছিলেন। তবে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন। গত দুইদিন প্রচণ্ড জ্বর ছিল হাবিবুল বাশারের। পরিবারের সবাইকে নিয়ে মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়েছেন। পরিবারের বাকিরা করোনা নেগেটিভ হলেও পজিটিভ হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক।বুধবার রাতে হাবিবুল বাশার জানান, জ্বর আর ঠাণ্ডা ছিল শেষ দুইদিন। করোনা পরীক্ষা করিয়েছিলাম গতকাল। আজ বিকেলে রেজাল্ট পেয়েছি। এখন হোম কোয়ারেন্টাইনেই থাকব। জ্বর এখনও আছে।