ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি দ্বিতীয় সন্তানের মা হলেন । গত সোমবার (২ নভেম্বর) পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পুত্রের নাম রেখেছেন নাসিক আহমেদ।
সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিউটি বলেন,মহান আল্লাহ পাকের কাছে লাখ-কোটি শুকরিয়া আদায় করছি! গত ২ নভেম্বর আমাদের দ্বিতীয় পুত্রসন্তান পৃথিবীতে আগমন করেছে। আমরা দুজনেই আল্লাহর রহমতে ভালো আছি।
স্বাভাবিকভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তিনি। বিষয়টি উল্লেখ করে বিউটি বলেন—আবার মা হওয়ার খবর যখন জানতে পারি, তখন পৃথিবী জুড়ে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সবাই বেশ আতঙ্কে ছিলাম। এ সময় আমার ভয় ও চিন্তা একটু বেশি ছিলে। কখন কী হয় তা নিয়ে মাঝে মাঝে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হতাম। ওই কঠিন সময়ে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে ঘর বেঁধেছেন সংগীতশিল্পী বিউটি।
জি/হিমেল