রাষ্ট্রীয় পৃষ্ঠাপোষকতায় ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলায় মহল্লায় মহল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া শহরের আলফার মোড়, বাড়খাদা, চৌরহাসসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া পীর সাহেব চরমোনাই এর আহবানে সারা দেশব্যাপী মসজিদ মসজিদ থেকে এবং উপজেলা শহরে বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে কুমারখালী উপজেলায়, খোকসা থানায়, কয়া ইউনিয়ন, যদুবয়রা, শিলাইদহ, পান্টি, চাদপুর, বিক্ষোভ মিছিল হয়। এছাড়া মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর থানার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা ফরাসি পণ্য বয়কটের দাবি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পোড়ানো হয় ম্যাঁক্রোর কুশপুতুল। বক্তারা বলেন, কোনওভাবেই মুসলিমদের প্রিয় নবি মোহাম্মদকে নিয়ে কোনও ধরণের ব্যঙ্গ করতে দেয়া হবে না। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করে মুসলিমরা।
বক্তারা আরো বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর আগে দেশটির একটি ম্যাগাজিন একই ধরনের ঘটনা ঘটিয়ে বিশ্ব মুসলিমের আবেগ-অনুভূতিতে আঘাত করেছে। ফলে মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। বক্তারা ফ্রান্সের সব পণ্যবর্জন করার আহবান জানান।
বক্তারা বলেন, বাংলাদেশে আমরা হয়তো খুব বেশি ফরাসি পণ্য ব্যবহার করি না। কিন্তু ফরাসি পণ্য বয়কটের আহ্বান সারা বিশ্ব জুড়েই করা উচিত।আর পণ্যবয়কট এতোটাই কার্যকর যে,এর ফলে সেই দেশের অর্থনীতিতে বড় ধরনের ধস নামে। টাকার গোলাম ফরাসিদের জন্যে এটা কম কষ্টের বিষয় নয়। এজন্যে আসুন, ফরাসি পণ্য বয়কটের এই আহ্বান আমরা সারা বিশ্বেই ছড়িয়ে দিই।