কুষ্টিয়া শহর তলীর বারখাদা ত্রিমোহনী বাজারে পূর্ব দিকে মেসার্স উত্তরা ফ্লাওয়ার মিলে বুধবার রাতে অফিস রুমের তালা ভেঙ্গে চুরি হয়েছে।
বৃহ:পতি বার সকালে মিল মালিক মাহামুদ হোসেন মিল খুলে দেখেন এমন ঘটনা, তিনি সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালে ঘটনা স্থানে এসে বিষয়টি সরজমিনে পরিদর্শন করেন পুলিশ।
মিল মালিক মাহামুদ হোসেন জানান, তার অফিস কক্ষ থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল চুরি হয়েছে।