কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের মৃত আব্দুল্লার পুত্র মোঃ হাতেম( ৬২) রাস্তা পারাপার হাওয়ার সময় রাজবাড়ী মুখী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।পথচারী হাতেমকে ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এই বিষয়ে কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে পান ব্যবসায়ী হাতেম বাইসাইকেল যোগে ব্যাবসায়িক টাকা আদায় করতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হাতেম মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।