জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জনজীবনের সমস্যা-দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তেল-গ্যাসের উচ্চমূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন অপরিহার্য হয়ে পড়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের শুভ উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গিরা এখনো সক্রিয়। তারা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। এদের মোকাবিলা করার পাশাপাশি নির্বাচনও করতে হবে। রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা ও জঙ্গিদের দমন ছাড়া দেশে শান্তি আসবে না। বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজিয়া পারভীন রানী’র সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম স্বপন, জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন চেয়ারম্যান, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী ও উপজেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম। এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আনিসুর রহমান বাদশা, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, আমলা ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল হক তুফান, বুরাপাড়া মিটন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেক, সহকারী শিক্ষক মহিবুল ইসলাম প্রমুখ।