মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এর সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের অধীনে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ২০২২ কুমারখালি উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করে জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মাননীয় জাতীয় সংসদ সদস্য কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা)। শুভ উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, কুমারখালী, কুষ্টিয়া। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুমারখালি, জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, নির্বাহী পরিচালক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জনাব জায়েদুল হক মতিন, প্রোগ্রাম সমন্বয়কারী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া। আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা ২০২২ এর আয়োজনে কুমারখালি উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীসহ স্কুলের শিক্ষকগন অংশগ্রহন করেন। প্রধান অতিথি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এমপি মহোদয় বলেন বিজ্ঞান শিক্ষান উন্নয়নের কোন বিকল্প নাই। ছেলেমেয়েদের মাঝে বিজ্ঞান ভয় দুর করতে হবে, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে জনগনকে জনসম্পদে পরিনত করতে হবে। দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম, প্রধান শিক্ষক, কুমারখালি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বিতান কুমার মন্ডল, নির্বাহী অফিসার, কুমারখালি উপজেলা, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল,প্রধান শিক্ষক, মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, আবু সালেহ, প্রধান শিক্ষক, চাইল্ড হেভেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাজী আরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী, মুক্তি,কুষ্টিয়া। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি সঞ্চলনা করেন তারক নাথ কুন্ডু, প্রোগাম সুপারভাইজার, মুক্তি, কুষ্টিয়া। বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করে যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়, ২য় কুমারখালি এম এন পাইলট স্কুল এবং ৩য় খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়। ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট অংশগ্রহন করেন। সার্বিক সহযোগিতা করেন মুক্তির কর্মীবৃন্দসহ স্কুল গুলোর শিক্ষকগন।