কুষ্টিয়ার মিরপুরে র্যাবের অভিযানে ভূয়া ডাক্তার গ্রেফতার। গতকাল ০৩টা ৪৫মিনিটের সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহুলবাড়ীয়া বাজারস্থ মোঃ মিঠু আহম্মেদ এর মালিকানাধীন ডক্টরস পয়েন্ট এন্ড মেডিকেল সার্ভিসেস এর ভিতর । একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে (ক)এসবিলিরুবিন টেষ্ট ও ব্লাড গুরুপিং এন্ড আরএইচ টাইপিংএন (খ) ডক্টরস পয়েন্ট এন্ড মেডিকেল সার্ভিসেস ভুয়া প্রেসক্রিপশন-১০০ পাতা, মোবাইল ফোন-০১ টি, সীম-০১ টি সহ ০১ জন আসামী মোঃ মিঠু আহম্মেদ (২৮), পিতা-মোঃ আসমত আলী, সাং-মির্জানগর, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে বিডিএমসিতে নিবন্ধন না করে নিজের নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক হিসেবে রোগীকে চিকিৎসা প্রদান করে যা মেডিকেল প্রাকটিস এন্ড প্রাইভেট কিনিক’স এন্ড ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ সালের ১৩(২) ধারার অপরাধ করিয়াছেন। কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।