কোভিট-১৯ করোনা ভাইরাসের নতুন ঢেউ লেগেছে সারাদেশব্যাপী। তাই করোনাভাইরাসের নতুন ঢেউয়ে সতর্ক হয়ে নিজ নিজ অবস্থান থেকে সরকারি নির্দেশনা মেনে চলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দৈনিক আমার সংবাদ পত্রিকা কর্তৃপক্ষও সাধারণ জনগনের পাশে রয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কুষ্টিয়ার জন বহুল এলাকা কোর্ট ষ্টেশনে পত্রিকার হকার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক। প্রায় ৫০জন পত্রিকা বিক্রয়কারী হকার্সসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় নজরুল ইসলাম মুকুল বলেন, আগামীতেও করোনা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা মুলক সামগ্রী বিতরণ করা হবে বলেও ঘোষনা করেন। সেই সাথে সমাজের বৃত্তবানদেরকেও দেশের এই মহামারিতে সাধারণ জনগনের পাশে থাকার আহবান করা হয়।