কুষ্টিয়ার দৌলতপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। সুচনা পর্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করেন। উপজেলা প্রশাসনের আয়েজনে সকাল ১০ টায় ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমূখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য রাথেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সাইফুল ইসলাম শেলী, আব্দুর রশিদ বাবলু, মোরশেদুল ইসলাম, সরদার তোহিদুল ইসলাম, টিপু নেওয়াজ, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু, আশরাফুজ্জামান মুকুল, মো:ইসাহক আলী সরদার বিএসসি,মো:রশিদ মোল্লা,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা মোতাচ্ছিম বিল্লাহ প্রমুখ। এরপর দোয়া মাহফিল শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিনের উৎসব পালন করা হয়।