খোকসা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মেহেদী রুমীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে খোকসা কমলাপুর নিজ বাসভবনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাপিমা বানু, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, সহ-সভাপতি আবুল কালাম, খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কাজল, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, আব্দুল আজিজ, আব্দুল মোমিন, কুষ্টিয়া জেলা কৃষকদলের সভাপতি এসএম গোলাম কবির, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান রাসেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য মেহেদী রুমী বলেন, আজকে আমরা একটি সংকটকাল অতিক্রম করছি।তাই নানা শ্রেণি-পেশার মানুষ যারা বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাস করে তারা সবাই আজকে একত্রিত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করার এই সরকার নানাভাবে জুলুম-নির্যাতন করছে জাতীয়তাবাদী শক্তির প্রতি। বেগম খালেদা জিয়া বন্দি তার পরেও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাকে মানসিকভাবে শারীরিকভাবে উপর্যপ্ত করার জন্য নানাভাবে নানান পন্থা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী।সে কারনে সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা বিুব্ধ। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ্য ভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।