কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে ফেন্সিডিল, বিয়ার ও বিদেশীমদসহ গ্রেফতার ১। গতকাল সন্ধ্যা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ধৃত আসমী মোঃ আঃ সালাম @ কালু (৩২) এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর একটি বিশেষ মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল-৪৫১ বোতল, যাহার আনুমানিক মুল্য অনুমান ৪ লাখ ৫১ হাজার টাকা, বিদেশীমদ ১ বোতল, বিয়ার ৫ বোতল, মোবাইল ফোন ১টি, সীমকার্ড ২টি ও নগদ ৭৩০ টাকা সহ মোঃ আঃ সালাম কালু (৩২), পিতা-মোঃ আঃ ওয়াহেদ আলী, সাং-গরোলা, থানা-দৌলথপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।