ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় তৃতীয় তলার ছাদ থেকে পড়ে জাসিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরে কাঞ্চননগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাসিম ওই এলাকার মো. গোলাম আজমের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জাসিম নামের শিশুটি সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। এ সময় ছাদের উপর থেকে নিচেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।