কুষ্টিয়ার মিরপুরে বিভিন্ন রাস্তা ও ব্রীজ পরিদর্শণ করেছেন খুলনা বিভাগীয় প্রকল্প পরিচালক রেজাউল করিম। শনিবার দুপুরে তিনি মিরপুরে প্রবেশ করলে উপজেলা ডাক বাংলোর সম্মুখ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খান। অন্যদিকে উপজেলা পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল প্রমুখ। বিভাগীয় প্রকল্প পরিচালক রেজাউল করিম মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারার বিভিন্ন রাস্তা ও ব্রীজ পরিদর্শন করার পাশাপাশি যে রাস্তা ও ব্রীজগুলো জনগুরুত্বপূর্ণ সেগুলো করে দেয়ার প্রতিশ্র“তি দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। উল্লেখ্য, তার ঐকান্তিক প্রচেষ্টায় এ তিনটি উপজেলাতে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে।