রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা বিকৃত করে উপস্থাপন ও অবমাননার মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমানসহ ১৯ শিক্ষককে জামিন দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে ৫শ’ টাকা মুচলেকায় এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর বিচারক ফজলে এলাহী খান। এর আগে, অভিযুক্ত শিক্ষকরা পুলিশি প্রহরায় আদালতে আসেন। দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সেলিম, পরিমলচন্দ্র বর্ম্মন, তাবিউর রহমানসহ ১৯ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে তাদের জামিন মঞ্জুর করেন। ২০২০ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিকৃত পতাকা নিয়ে ছবি তোলেন বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক কর্মকর্তা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরদিন তাজহাট থানা ও আদালতে জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।
এ জাতীয় আরো খবর ....