জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) ৮২৫ জন শিক্ষার্থী। অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে স্মার্টফোন কিনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সফট লোন বা শিক্ষা ঋণ পাচ্ছেন । এই ঋণের আওতায় প্রত্যেক শিক্ষার্থী পাবেন ৮ হাজার টাকা।
আজ সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও সফট লোন কমিটির সদস্য সচিব কাজী নাসির উদ্দীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ৩৬০০ জন শিক্ষার্থী সফট লোনের আবেদন করেন। এটি ইউজিসিতে পাঠালে তারা শর্ত সাপেক্ষ আবারো পুনরায় আবেদনের সুযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক অ্যাকাউন্টসহ বিভাগগুলোর মাধ্যমে আবারো আবেদনের অনুরোধ করে অনুমোদন কমিটি। পরবর্তী সময়ে ৮২৫ জন শিক্ষার্থী এই সফট লোন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। অর্থ ও হিসাব দপ্তর থেকে আরো জানা যায়, এই ৮২৫ জন শিক্ষার্থীর অনধিক ৮ হাজার টাকার চেক স্ব-স্ব বিভাগে দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে চেক সংগ্রহ করে নিতে পারবে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবে। ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না বলে জানা গেছে।
জি/হিমেল