কুষ্টিয়া কুমারখালীতে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রি- বার্ষিক কাউন্সিল -২০২১ অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১ টায় মরহুম আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউট কুমারখালী উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এডহক কমিটিরি সভাপতি রাজীবুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য দেন। পবিত্র কোরআন ও গীতাপাঠ দিয়ে শুরু অনুষ্ঠানে সভাপতি মাধ্যমিক শিক্ষা অফিসার ও এডহক কমিটিরি সদস্য সচিব আলহাজ্ব আব্দুর রশিদ স্বাগত বক্তব্য দেন। উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সহকারী পরিচালক জামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখা, জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলি, মহেদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম খান,সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। স্কাউটস সাদমান হাফিজ এবং সুরাইয়া তাসনিম অর্নি এর যৌথ সঞ্চালনায় স্কাউটস লিডার, কাপ লিডার, সদস্য ছাড়াও সাবেক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । কাউন্সিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব আব্দুর রশিদ সহ-সভাপতি, সর্বসম্মতি ক্রমে কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম বদিউজ্জামান সম্পাদক এবং মহেদ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম খানকে উপজেলা কমিশনার করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।