কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে অসহায় ভূমিহীনদের বসতবাড়ী ভাঙ্গার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান সফর উদ্দিন। আজ সকালে অসহায় ভূমিহীনদের বসতবাড়ী ভাঙ্গার নির্দেশ দেন তিনি। বসতবাড়ী ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এ এলাকার গ্রামবাসী।
তারা বিক্ষোভে বলেন বসতবাড়ী ভেঙ্গে দিলে এখন তারা কোথায় যাবেন। জমি জায়গা বিহীন অসহায় ২০টি পরিবার পরিজন নিয়ে দীর্ঘ দিন বসত করে আসছে। ঋনের মাধ্যমে টাকা উত্তোলন করে পুকুর ভরাট করে তারা বসবাস করছেন। তাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রী অসহায়দের বাড়ী দিচ্ছেন। তাদেরকেও বাড়ী করে দেবার করার আহবান জানান বিক্ষোভকারীরা।
এ বিষয়ে উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জানান মাননীয় প্রধানমন্ত্রী অসহায়দের বাড়ী উপহার দেওয়ার নিমিত্তে খাস জমি দরকার। এ জায়গাটি খাস জমি হওয়ায় তাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।