রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবির)ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে উপস্থিতি চেয়ে এবং ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২১ জানিুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে উপাচার্যকে ক্যাম্পাসে আসার অনুরোধ জানান। কর্মসূচিতে অংশগ্রহণ করা রসায়ন বিভাগের শহীদুল ইসলাম বলেন, উপাচার্য স্যার চাকরিতে যোগদানের ১৩শ দিনের মধ্যে সাড়ে ১১শ দিনের বেশি অনুপস্থিত। তার চাকরির মেয়াদের আর মাত্র ৫ মাস আছে। আমরা এই ৫ মাস তাকে ক্যাম্পাসে চাই। আর তিনি ঢাকার লিয়াজো অফিসে বসে ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনা করছেন সেই লিয়াজো অফিস অতিদ্রুত বন্ধ করা হোক। লোক ও প্রশাসন বিভাগের শান্ত বলেন, আমি গত বছরের জানুয়ারিতে এবিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু উপাচর্য স্যারকে এখনো দেখিনি।ক্যাম্পাসে তার উপস্থিতির জন্যো এ গণস্বাক্ষর করছি।
জি/