অবশেষে মালিবাগে বৃদ্ধাকে নির্যাতন করে বাসা থেকে মালামাল লুটে নেওয়া সেই গৃহকর্মী রেখাকে স্বামীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। ওসি শহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, ঘটনার পর থেকে নির্যাতনকারী ও ওই বাসার গৃহকর্মী রেখাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় ওই বাসা থেকে নিয়ে যাওয়া লুণ্ঠিত মালামালও জব্দ করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর মালিবাগে নির্মম নির্যাতনের শিকার হন বিলকিস বেগম(৭০)। গৃহকর্মী রেখা লাঠি দিয়ে পিটিয়ে জখম করে বাসা থেকে টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় রেখাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে রেখাকে ধরতে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছিল।
জি/হিমেল