রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর ৭৫তম সিন্ডিকেটের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি, ২০২১) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে সভাটি সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এম. আবুল কাসেম, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদ-উল হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আনোয়ারা বেগম, বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুল হক এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান। এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন।
জি/