বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, সরকার এদেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, বাক-স্বাধীনতা হরন করেছে, দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে। রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে মেহেদী রুমীর এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার ফ্যাসিবাদী সরকার, জনগণের ভোটের মাধ্যমে তারা মতায় আসেনি। এই সরকারের অধীনে ভোট নিরাপদ নয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খোন্দকার সামসুজ্জাহিদ, কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ন আহবায়ক মোঃ ঝন্টু বিশ্বাস, মাসুদ রানা, আপাল মন্ডল, মিরপুর থানা মৎস্যজীবী দলের আহবায়ক মনিরুজ্জামান মনির, আলমগীর হোসেন, ডাঃ চমন প্রমুখ।