জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। ফিল্ম ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণও করেছেন। তারই ধারাবাহিকতায় মৌসুমী এবার নতুন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেন।
বাংলার ভাবী নামের এই সিনেমা পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায় মৌসুমীকে দেখা যাবে। মৌসুমীর বিপরীতে দেখা যাবে ওমর সানিকে। এছাড়াও এই সিনেমায় নতুন এক জুটিকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম। সাইফুল বলেন, হোতা পাড়ায় বাংলার ভাবী’র শুটিং চলছে। এখানে দুই দিনের শুটিং করে প্রথম লটের কাজ শেষ হবে। তবে সিনেমাটি প্রথমে সায়মন তারিকের পরিচালনা করার কথা ছিল। তিনি ছেড়ে দিলে সেখানে মৌসুমীকে যুক্ত করেন প্রযোজক। মৌসুমী এর আগে কখনো মেঘ কখনো বৃষ্টি, মেহের নিগার নামে দুটি সিনেমা নির্মাণ করেন।
জি/হিমেল